ANNOUNCEMENT
(14.12.2024, Saturday)

TODAY AMALPURAN SRIMAD BHAGAVATAM CLASS WILL BE GIVEN BY:-
HH Jayapataka Swami Maharaj

আজকে মন্দিরে বাংলা ভাষায় অমলপুরাণ শ্রীমদ্ভাগবত পাঠ করবেন:
শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ

TODAY SRIMAD BHAGAVAD HINDI CLASS WILL BE GIVEN BY:
HH Jayapataka Swami Maharaj

TODAY SRIMAD BHAGAVAD RUSSIAN CLASS WILL BE GIVEN BY:
HH Jayapataka Swami Maharaj
সন্ধ্যা আরতির পর মন্দিরে বাংলা ভাষায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করবেন:
শ্রীপাদ দিবস্পতি গৌর প্রভু

TODAY SRIMAD BHAGAVAD-GITA HINDI CLASS WILL BE GIVEN BY:
HG Rajendra Sanatana Prabhu

*** শ্রী কমলাপতি প্রভু প্রতিদিন বিকেল ০৪:৩০ মিনিট থেকে ০৫:৩০ পর্যন্ত শ্রীল রূপ শিক্ষা বিষয়ের উপর বিশেষ সেমিনার প্রদান করছেন ।
*** শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে রাত্রি ৮:৩০ মিনিট পর্যন্ত শ্রীমদ্ভাগবত থেকে ধারাবাহিক প্রবচন ভাগবত রসমাধুরী ক্লাস প্রদান করছেন। এই সেমিনার আপনারা ইস্কন বাংলা ইউটিউব চ্যানেল ও ইসকন বাংলা ফেসবুক পেজে লাইভ শ্রবন করতে পারবেন।

*** Today at 5:00 PM, a grand procession of Sri Sri Radha Madhava will take place, accompanied by Sri Sri Gaura Nitai and Harinam Sankirtan. Devotees are invited to participate in this procession and make colorful Rangoli and offer Bhoga to our beloved deity for the pleasure of Sri Sri Radha Madhava.

*** আজ বিকাল ০৫ টায় হরিনাম কীর্তন সহযোগে শ্রী শ্রী রাধামাধব এবং শ্রী শ্রী গৌর নিতাইয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ভক্তবৃন্দ এই শোভাযাত্রাতে যোগদান করে শ্রী শ্রী রাধামাধবের প্রীতির উদ্দেশ্যে বিভিন্ন আলপনা দিতে এবং ভোগ নিবেদন করার সুযোগ নিতে পারেন।
*** Aj dopaher 3:30PM baje se 6:30PM tak Jagat Paboni Gour Ganga Mandir, Srila Prabhupad Ghat per sat din ke liye Sri Ramayan Katha Maha Yajna ki ayojon ki geyi hey aj ushka Choutha din… Prabakta SRIPAD SRIS KRISHNA PRABHU. sabhi bhaktagan ish paban kathe mey samil hokar bhagavat Kripa lav kar saktay hay.

*** আজ থেকে সাতদিন ব্যপী জগত পাবনী গৌরগঙ্গা মন্দিরে শ্রীল প্রভুপাদ ঘাটে শ্রী শ্রী রামায়ন কথা মহাযজ্ঞ শুরু হয়েছে, আজ তার চতুর্থ দিন। বিকাল ০৩:৩০মিনিট থেকে সন্ধ্যা ০৬:৩০ মিনিট পর্যন্ত। প্রবক্তাঃ-শ্রী শ্রীমৎ রাধাগোবিন্দ মহারাজের কৃপা ধন্য শিষ্য শ্রীপাদ শ্রীশকৃষ্ণ প্রভু, এই রামকথা সপ্তাহ মহাযজ্ঞে সকল ভক্তদের সাদর আমন্ত্রন ।
*** Dopaher 3:30PM baje se sam 6:00 baje tak Vamshi Bhavan ke pas bara Pandal per sat din ke liye Srimad-Bhagavat katha Yajna ayojon ki geyi hey aj ushka Thisra din hay. Katha Prabakta HH Ananta Krishna Das Goswami Maharaj. Sabhi bhaktagan ish paban kathe mey samil hokar Srimad Bhagavat ki Kripa lav kar sakte hay.
*** বিকাল ০৩:৩০ টা থেকে সন্ধ্যা ০৬:০০ মিনিট পর্যন্ত সাতদিন ব্যপী বংশী ভবনের পাশে বড় প্যান্ড্যালে শ্রীমদ্ভাগবত সপ্তাহ শুরু হয়েছে আজ তার তৃতীয় দিন। কথা প্রবক্তাঃ-শ্রী শ্রীমৎ অনন্ত কৃষ্ণ দাস গোস্বামী মহারাজ, ভক্তরা এই ভাগবত সপ্তাহ মহাযজ্ঞে যোগদানের মাধ্যমে শ্রীমদ্ভাগবতের কৃপা লাভ করতে পারবেন।
*** All of you are cordially invited for a delightful class on Sri Caitanya Siksamrta by HH Jayapataka Swami Maharaj every evening on the roof of the Lotus Building. You can come directly at Lotus Roof top or tune in live via the Jayapataka Swami Facebook page and YouTube channel.
*** প্রতিদিন সন্ধ্যায় লোটাস বিল্ডিংয়ের ছাদে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ শ্রীচৈতন্য শিক্ষামৃতের উপর একটি আনন্দদায়ক ক্লাস প্রদান করছেন। আপনারা সরাসরি লোটাস বিল্ডিং এর ছাদে আসতে পারেন অথবা জয়পতাকা স্বামী বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ শ্রবণ করতে পারেন।
*** On the auspicious day of Safala Ekadashi, the upcoming Panchkrosh Parikrama event is scheduled on 26th December 2024. Our procession will commence from Bhajan Kutir, Main Gate, breakfast and Lunch prasad will be distributed at Jal Kal Maidan and Taranpur respectively. Enthusiastic devotees can register their name in Room No. 102, 1st floor of the Lotus Building. Timing – (11:00 AM to 02:00 PM and 05:00 PM to 07:30 PM).

*** সফলা একাদশীর শুভ দিনে, আগামী ২৬শে ডিসেম্বর ২০২৪, শ্রী মায়াপুর পঞ্চক্রোশ পরিক্রমার আয়োজন করা হয়েছে। আমাদের পরিক্রমা শুরু হবে ভজন কুটির, মেন গেট থেকে। জল কল ময়দানে, ব্রেকফাস্ট প্রসাদ ও মধ্যাহ্ন প্রসাদ তারনপুরে বিতরন করা হবে। আগ্রহী ভক্তরা নাম নতিভুক্ত করার জন্য লোটাস বিল্ডিং এর ২য় তলে ১০২ নং রুমে যোগাযোগ করতে পারেন। সময়- (সকাল ১১:০০টা থেকে দুপুর ০২:০০ মিনিট এবং বিকাল ০৫:০০ থেকে সন্ধ্যা ০৭:৩০ মিনিট পর্যন্ত।)

*** Devaki Mataji will conduct a Holy Name Retreat at Ekachakra Dham. It will take place from next week Sat, 21st to Wedn, 25th of December and is open to one and all – men as well as ladies. The bus will leave on the 21st at 5am outside Vamsi Bhavan. The entire event including transport, accommodation and prasadam is offered on donation basis. Registration is ABSOLUTELY NECESSARY in order to participate.

For further information and registration please visit www.theholynameretreat.net and see the informations on the notice boards.

Announcement by: His Grace Jagatguru Joydev Prabhu
ISKCON Mayapur